মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টিউলিপের গ্রাম ঘুরে দেখলেন রাষ্ট্রদূত

পঞ্চগড় প্রতিনিধি

টিউলিপের গ্রাম ঘুরে দেখলেন রাষ্ট্রদূত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের সৌন্দর্য উপভোগ করলেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন। গতকাল বিকালে তিনি টিউলিপের গ্রাম দর্জিপাড়া ভ্রমণ করেন। দর্জিপাড়া গ্রামে ২ একর জমিতে ২০ জন নারী উদ্যোক্তা এবার টিউলিপ চাষ করেছেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন টিউলিপ চাষের উদ্যোগ গ্রহণ করে। গত ১০ জানুয়ারি তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামে দ্বিতীয়বারের মতো টিউলিপের বীজ রোপণ করা হয়। এবার ২ একর জমিতে ৮৫ হাজার টিউলিপ বালব রোপণ করা হয়েছে। রোপণের ১৮ দিন পর আস্তে আস্তে ফুটতে থাকে ভিনদেশি ফুল টিউলিপ। ঠাণ্ডার দেশের এই ফুল ২০২২ সালে পরীক্ষামূলকভাবে চাষের উদ্যোগ নেয় ইএসডিও। সে বছর আটজন নারী উদ্যোক্তা টিউলিপ চাষে যুক্ত হয়ে সফলতা অর্জন করেন।

এবার ২০ জন নারী উদ্যেক্তা টিউলিপ চাষে সফলতা অর্জন করেছেন। এই টিউলিপ দেখতে ছুটে আসছেন দেশ-বিদেশের হাজারো পর্যটক। এরই অংশ হিসেবে গতকাল টিউলিপ দেখতে আসেন উইনি এস্ট্রাপ পিটারসন, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর ড. আর্নো হ্যামিলিয়াস, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ভ্যাল-চেইন স্পেশালিস্ট রাফিজুল ইসলাম মণ্ডল, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামানসহ অনেকে। এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে থেকেও আমি মনে করছি আমি যেন ডেনমার্কেই আছি। এখানকার নারী উদ্যোক্তারা সত্যিই অসাধারণ। তারা শক্তির পরিচয় দিয়েছেন। এটা দেখে আমি খুব খুশি। আমি খুব খুশি এটা জেনে যে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান নারী উন্নয়নে সহযোগিতা করছে।’ ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান বলেন, তেঁতুলিয়া একটি পর্যটন এলাকা। কাঞ্চনজঙ্ঘা, সমতলের চা বাগানের সঙ্গে এখন টিউলিপ যুক্ত হয়েছে। এ এলাকায় যাতে সারা বছর উৎসব অব্যাহত থাকে এ জন্য ইএসডিও নানা ধরনের ফুল ফল চাষের উদ্যোগ নিয়ে অ্যাগ্রোইকো টু্যুরিজম চালু করতে যাচ্ছে।

 

সর্বশেষ খবর