শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা
জমজমাট সিটি ভোট

মাঠে নেই স্বতন্ত্র প্রার্থীরা

সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মাঠে নেই স্বতন্ত্র প্রার্থীরা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন। এর মধ্যে তিনজনই স্বতন্ত্র প্রার্থী। তবে আগেভাগে মনোনয়নপত্র কিনলেও প্রচারণার মাঠে নেই স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের গতিবিধি ও নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণেই সময় পার করছেন তারা। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। আর এখনো মনোনয়নপত্র সংগ্রহ না করলেও মাঠে সরব রয়েছেন জাতীয় পার্টি প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের হিসাবনিকাশ যেন আটকে আছে মেয়র আরিফুল হক চৌধুরীর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। নির্বাচনে প্রার্থী হবেন কি না আগামী ২০ মে সমাবেশ করে সেই সিদ্ধান্ত জানানোর কথা আরিফের। মাঝে মধ্যে সভা-সমাবেশে বক্তৃতায় তিনি তার অবস্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছেন। কখনো বলছেন নির্বাচন বর্জনে দলীয় সিদ্ধান্তের কথা, আবার কখনো ইঙ্গিত দিচ্ছেন প্রার্থী হওয়ার। সবমিলিয়ে সব প্রার্থীই এখন চেয়ে আছেন আরিফের সিদ্ধান্তের দিকে। সিসিক নির্বাচনে এখন পর্যন্ত মেয়র পদে যে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হানিফ কুটু, ব্যবসায়ী সামছুন নূর তালুকদার ও আবদুল মান্নান খান। এর মধ্যে নির্বাচনী মাঠে সবচেয়ে বেশি সরব রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। গভীর রাত পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নগরীর বিভিন্ন ওয়ার্ডে সভা-সমাবেশ করে যাচ্ছেন। প্রতিদিনই এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। গতকাল আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ার। সভায় তিনি আগামী নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে সিলেটের নার্সদের আস্থা রাখার আহ্বান জানান। ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান গতকাল নগরীর ৮ নম্বর, ৯ নম্বর ও ৩৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তার সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি দলীয় প্রার্থী হিসেবে নজরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দিয়েছে। কিন্তু প্রচারণায় তিনি আনোয়ার ও মাহমুদুলের চেয়ে পিছিয়ে রয়েছেন। গতকাল বাবুলও নগরীর কয়েকটি স্থানে গণসংযোগ করেছেন। তবে এখনো মাঠে নামতে দেখা যায়নি স্বতন্ত্র প্রার্থীদের। তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সিলেট সরকারি এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুল হানিফ কুটু রয়েছেন আলোচনায়। দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামানের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি আলোচনায় আসেন। কিন্তু এখনো তিনি প্রচারণায় নামেননি। আবদুল হানিফ কুটু জানান, গতকাল তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেছেন। দুই-এক দিনের মধ্যেই তিনি প্রচারণায় নামবেন। দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়া প্রসঙ্গে কুটু বলেন, আমি মনে করি প্রার্থী নির্বাচনে দল ভুল করেছে। এ জন্যই আমি প্রার্থী হয়েছি। দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা এখন প্রার্থী ও নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সময়মতো তারা আমাদের দিকেই মোড় নেবেন।

 

সর্বশেষ খবর