পরিত্যক্ত গোয়ালঘরের মতো একটি ডাকঘর। অবস্থান নেত্রকোনার কলমাকান্দায়। নাম ‘বড়খাপন ডাকঘর’। এই ডাকঘরে কোনো কার্যক্রম হয় না। পোস্টমাস্টার নিজে থাকেন নেত্রকোনা শহরে। কিছু টাকা দিয়ে ডাকঘরের জন্য ভাড়ায় রেখেছেন একজনকে। তার কাজ মাঝে মধ্যে কিছু চিঠি বিলি করা। এই ডাকঘরের চিঠির বাক্স নামেই, জং ধরা একটি আদল মাত্র। ডাকঘরের ভিতরেও কিছু নেই; তবে রাখা হয়েছে একটি নৌকা। এমন ডাকঘরে কী কাজ হয়- এলাকার কেউ কিছুই বলতে পারেন না। এই ডাকঘরের কারণে চাকরি পেয়েও পথে বসেছেন স্থানীয় এক যুবক। খোঁজ নিয়ে জানা গেছে, চাকরিতে যোগদানের চিঠি আটকে রাখায় পাওয়া চাকরি হারিয়েছেন দরিদ্র পরিবারের যাইনুল আবেদীন নামের এক যুবক। তার বাড়ি বড়খাপন ইউনিয়নের বাঘসাত্রা গ্রামে। দিনমজুর আলী আকবর ও সাহেরা খাতুনের পাঁচ ছেলের মধ্যে একমাত্র যাইনুল আবেদীনকে উচ্চ শিক্ষা গ্রহণ করিয়েছে দরিদ্র পরিবারটি। মা-বাবার ইচ্ছা পূরণে মেধাবী পরিশ্রমী যাইনুল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফিল্ড অফিসার হিসেবে চাকরি পেয়েছিলেন। কিন্তু সেই নিয়োগপত্রের রেজিস্ট্রি চিঠি ২১ জুনের আগে পাওয়ার কথা থাকলেও এই ডাকঘরের কারণে তা প্রায় দেড়মাস পর ১৩ আগস্টে পৌঁছায়। ফলে ওই চাকরিতে আর যোগ দেওয়া হয়নি যাইনুলের। চাকরিহারা হয়ে তার সঙ্গে গোটা দরিদ্র পরিবারটির মাঝেই নেমে এসেছে ‘মৃত্যুশোক’। এদিকে এ ঘটনার বিচার দাবি করে গত বৃহস্পতিবার যাইনুল আবেদীন ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিত চিঠি দিয়েছেন। স্থানীয়রাও দায়িত্বহীন কাজের নিন্দা জানিয়ে পোস্টমাস্টার মিনহাজুর রহমানের শাস্তি দাবি করেছেন। এছাড়া নেত্রকোনা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শাহেদুন্নাহার বিষয়টি জেনে দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী যুবকের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষমা চেয়েছেন।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা