রাজধানীর পল্লবীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবদুল্লাহর (১৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে এর আগে তার বাবা-মা ও ছোট ভাই মোহাম্মদের মৃত্যু হয়। গতকাল সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যু হয়।
গত ২৪ নভেম্বর ভোরে পল্লবীর একটি বাসায় রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজনসহ মোট ৭ জন দগ্ধ হন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণের ঘটনায় এর আগে আবদুল খলিল, তার স্ত্রী রুমা আক্তার ও তাদের ছোট ছেলে মোহাম্মদের মৃত্যু হয়। গতকাল সকালে তাদের বড় ছেলে আবদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরে ৩৮ শতাংশই দগ্ধ ছিল। এ ছাড়া দগ্ধ স্বপ্না ও ইসমাইল চিকিৎসাধীন। এ ঘটনায় দগ্ধ স্বপ্নার স্বামী শাহজাহানকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।