ইহুদিবিদ্বেষ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জ্ঞাপনমূলক আন্দোলন-কর্মসূচি থেকে বিরত হওয়ার উপর্যুপরি আহ্বানে সাড়া না দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে বাংলাদেশসহ ১৪০টিরও অধিক দেশের মেধাবী শিক্ষার্থীর বৈচিত্র্যমণ্ডিত উচ্চশিক্ষার সুযোগ বন্ধ হয়ে গেল। ট্রাম্প প্রশাসনের এ নির্দেশকে অমানবিক এবং বেআইনি হিসেবে অভিহিত করেছে হার্ভার্ড কর্র্তৃপক্ষ। অন্যদিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় অধ্যয়নরতরা মনে করছেন, হোয়াইট হাউস এবং হার্ভার্ডের দ্বন্দ্বের মধ্যে তারা দাবার ঘুঁটি হলেন। এটা খুবই অমানবিক।
উল্লেখ্য, ট্রাম্পের প্রশাসন ২২ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে; পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়েছে। শুধু তাই নয়, স্টুডেন্ট ভিসা পরিবর্তনের সুযোগও রহিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে যাদের কোর্স সমাপ্তির গ্র্যাজুয়েশন পার্টির প্রস্তুতি চলছে তাদের অবস্থান কী হবে এবং হাজারো শিক্ষার্থী বিশেষ কৃতিত্বের সঙ্গে উচ্চতর ডিগ্রির সার্টিফিকেট আদৌ হাতে পাবেন কি না এবং তারা কর্মসূত্রে ভিসার স্ট্যাটাস পরিবর্তনের বিদ্যমান রীতি অনুসরণে সক্ষম হবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিল আচমকা এমন নির্দেশের পরিপ্রেক্ষিতে।