সিলেটের কিনব্রিজ এলাকায় ডালিম আহমদ নামের যুবক খুনের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন র্যাবের হাতে আটক প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনির (৩০)। ছিনতাইয়ে রাজি না হওয়া এবং পুলিশকে অপরাধমূলক কর্মকাণ্ডের কথা জানিয়ে দিতে চাওয়ায়ই ডালিমকে খুন করা হয় বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মনির।
সোমবার মধ্যরাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোতয়ালপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে র্যাব। তিনি কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে। ডালিম হত্যাকাণ্ডে এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। মনিরের জবানবন্দির বরাতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ডালিম মিয়াকে অনেক দিন ধরেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে চাপ দিচ্ছিলেন বন্ধুরা। ৭ আগস্ট কিনব্রিজের উত্তরপ্রান্তে বসে আড্ডা দেওয়ার সময় তারা আবারও চাপ দেন। ডালিম রাজি না হয়ে উল্টো অপরাধমূলক কর্মকাণ্ডের কথা পুলিশকে জানিয়ে দেওয়ার কথা বলেন। এতে ক্ষেপে গিয়ে মনির ও অন্যরা ডালিমকে ছুরিকাঘাত করেন। পরে লোকজন এগিয়ে এসে ডালিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে মৃত্যু হয় ডালিমের।