চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে ‘মব’ করে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। গতকাল ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিহান উদ্দিন মাহিন (১৫) ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মো. লোকমানের ছেলে এবং কাঞ্চননগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহত ও নিহতের স্বজনদের অভিযোগ, নিহত মাহিন তার বন্ধু মানিক ও রাহাতকে নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। পরে পরিকল্পিতভাবে তাদের ‘মব’ করে পেটানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মাহিন ও তার বন্ধুরা বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিল। তিনটার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা সাত থেকে আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেয়। এরপর এ তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে যুবকেরা ধরে সেতুর ওপর আনে। এরপর তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে ‘মব’ করে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। আহত অবস্থায় মানিক ও রাহাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নোমান ও আজাদ নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন ঘটনাটি ঘটল তা তদন্ত শেষে জানা যাবে।