সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অন্তর্র্বর্তী সরকারের আর মাত্র ছয় মাস বাকি, এখনো প্রক্রিয়া শেষ না করলে ছয় মাসে এত সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে?’
গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের একটি নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রেহমান সোবহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নারী সংস্কার কমিশনের সদস্য নীরুপা দেওয়ান, সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ। রেহমান সোবহান বলেন, ‘বাংলাদেশের নাগরিকসমাজকে খণ্ডিত প্রচেষ্টা থেকে বেরিয়ে এসে অর্থবহ সংস্কার নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।’
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের প্রতিফলন টেনে তিনি বলেন, ‘কার্যকর সংস্কার প্রক্রিয়ার অভাব সংসদের অক্ষমতা থেকেই সৃষ্টি হয়েছে, সংসদ কার্যকরভাবে বিতর্ক, আইন প্রণয়ন এবং সংস্কারের বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে পারেনি।’ এ শূন্যতায় নাগরিকসমাজকে যে ভূমিকা নিতে হয়েছে, তা এখনো পূর্ণভাবে পালন করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘যত দিন না আমরা সম্মিলিত উদ্যোগের ক্ষমতা দেখাতে পারি, তৃণমূল পর্যন্ত মানুষকে সংগঠিত করতে পারি, তত দিন আমি নিশ্চিত নই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব।’