ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে সমিতির ক্যাশিয়ারসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া সমিতির ক্যাশ থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে এ ঘটনা ঘটে। পরে মতিঝিল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনার বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ হামলায় আহতরা হলেন সমিতির প্রধান ক্যাশিয়ার হুমায়ুন কবির, হিসাবরক্ষক নাসিরুদ্দিন লিটন, সদস্য স্বপন ও ইউসুফ হোসেন। হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসী কালা কাওসার, মোমিন, ফয়সাল, জসিম, জাহাঙ্গীর ও জালালের নেতৃত্বে ৬০-৭০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয় দখল নিতে আসে। বাধা দিলে হকার্স সমিতির ক্যাশিয়ারসহ কর্মচারীদের ওপর হামলা চালানো হয়। তাদের অস্ত্রের মুখে রেখে ক্যাশ থেকে ৮-৯ লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
হামলায় আহত সমিতির দ্বিতীয় ক্যাশিয়ার এনামুল বাশার টুটুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী সারোয়ার হোসেনের নেতৃত্বে মোমিন, কাওসার, ফয়সাল, জসিম, জাহাঙ্গীর ও জালাল সমিতির কার্যালয়ে প্রবেশ করে। সারোয়ার বন্দুকের নল দিয়ে আঘাত করে ক্যাশ থেকে ৮-৯ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সহকর্মীদের বাধার মুখে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও আমরা আতঙ্কের মধ্যে আছি। যে কোনো সময় আবারও হামলা হতে পারে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক সদস্য বলেন, ‘জেনারেল ম্যানেজারের রুমে তন্দ্রাঘোরে ঝিমাচ্ছিলাম।
এমন সময় বরিশালের সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর সহচর কালা সারোয়ার আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই। একপর্যায়ে টেনে হিঁচড়ে অস্ত্রের মুখে তুলে নিতে চাইলে সহকর্মীদের সহায়তায় আমি উদ্ধার হই।’