গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানিকে শিকলবন্দি অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি মো. আবদুল্লাহিল জামান বলেন, ‘মাওলানা মুহিবুল্লাহ মাদানিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মাওলানা মাদানির ছেলে আবদুল্লাহও বাবাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, মাওলানা মুহিবুল্লাহ জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন, হিন্দু ছেলেদের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদের সতিত্ব নষ্ট করাসহ সামাজিক অবক্ষয় নিয়ে জুমার খুতবায় নিয়মিতভাবে সচেতনতামূলক বয়ান করে আসছেন। এতে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেওয়া হয়।
তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। একপর্যায়ে গত বুধবার সকালে নামাজের পর হাঁটাহাঁটি করতে বের হলে অপহরণের শিকার হন তিনি। ওইদিন সকাল ১১টা পর্যন্ত তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা থাকলেও সোয়া ১১টার পর সেটি বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁর স্বজনরা টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেন।