সামনেই আসছে বড়দিন। উৎসবের এই সময়ে বিভিন্ন বড় বড় কোম্পানি বিভিন্ন ধরণের অফার নিয়ে হাজির হন ক্রেতাদের জন্য। আর ক্রেতারাও এই সময়ে ব্লাক ফ্রাইডেসহ বিভিন্ন অফারের দিন কেনাকাটার জন্য টাকা জমিয়ে রাখেন। তবে এই সময়টাতে ক্রেতাদের পাশাপাশি সজাগ থাকেন প্রতারকরাও। বিভিন্ন ধরণের অফারের জাল বিছিয়ে মানুষের দুর্বলতার সুযোগ নিতে নিত্যনতুন কৌশল তৈরি করছে তাঁরা।
অনেকেই হলিডে শপিংয়ের জন্য ফেসবুকের ওপর নির্ভর করায়, এই প্ল্যাটফর্মটি এখন অত্যাধুনিক প্রতারণার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রতারণার শিকার হয়ে অসতর্ক ব্যবহারকারীরা সর্বস্ব হারাতে পারেন, এমনকি আরও বড় বিপদেও পড়তে পারেন।
ফেসবুকে যে প্রধান প্রতারণাগুলো থেকে সাবধান থাকতে হবে
১. ভুয়া বড়দিনের সারঞ্জাম বিক্রির বিজ্ঞাপন: ছুটির মৌসুমে কমদামে উৎসবের সজ্জা সামগ্রী কিনতে চাওয়া ক্রেতাদের প্রতারিত করার জন্য এটি একটি প্রধান কৌশল। তারা নামসর্বস্ব অথবা নিম্নমানের বড়দিনের সারঞ্জাম কম দামে বিক্রি করার বিজ্ঞাপন দেয়।
- যেভাবে চিহ্নিত করবেন: কোনো কিছু অস্বাভাবিক বা অবিশ্বাস্য মনে হলে, সেই ধরণের পোস্ট বা বিজ্ঞাপন এড়িয়ে চলুন।
২. ভুয়া ক্রিসমাস 'গিফট বক্স' প্রচার: এই স্ক্যামটি উৎসবের সময় আকর্ষণীয় অফারগুলির সুযোগ নেয়।
এই ধরণের প্রতারণার মাধ্যমে সাধারণত- ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা, ম্যালওয়্যার ছড়িয়ে দেয়া এবং সময় ও অর্থের অপচয় করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে, ছোট "প্রসেসিং" বা "শিপিং" ফি-র কথা বলে ক্রেডিট কার্ড বা ব্যাংকের তথ্য চাওয়া হয়। লিঙ্কে ক্লিক করলে ডিভাইসে ম্যালওয়্যার ডাউনলোড হতে পারে। যার মাধ্যমে আপনি হারাতে পারেন আপনার পিসি বা মোবাইলের নিয়ন্ত্রণ।
- চিহ্নিত করার উপায়: অবাস্তব দাম বা বিশাল ছাড়, ভুয়া রিভিউ, কোনো যোগাযোগের তথ্য বা কাস্টমার সার্ভিস নম্বর না থাকা, দুর্বল ওয়েবসাইট ডিজাইন, ব্যাকরণগত ভুল, পিক্সেলযুক্ত ছবি, "সীমিত স্টক!" বা "অফার শীঘ্রই শেষ!" এর মতো চাপের কৌশল।
- সুরক্ষার উপায়: 'বিনামূল্যে' অফার সম্পর্কে সতর্ক থাকতে হবে; লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন; ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রচারের সত্যতা যাচাই করুন; রিফান্ড পলিসি পড়ুন, ওয়েবসাইট URL "https://" দিয়ে শুরু হয় কিনা এবং প্যাডলক চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করুন, বিশ্বস্ত বিক্রেতাদের সাথে দামের তুলনা করুন, তাড়াহুড়ো করে কিনবেন না, ক্রিপ্টোকারেন্সি, ওয়্যার ট্রান্সফার বা গিফট কার্ডের মতো অপ্রচলিত পেমেন্ট পদ্ধতি গ্রহণকারী বিক্রেতাদের থেকে সাবধান থাকুন, সুরক্ষিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট নিরীক্ষণ করুন।
৩. ভুয়া অনলাইন স্টোর: এই স্ক্যামগুলিতে বিশ্বস্ত ব্র্যান্ডের নকল করে অবিশ্বাস্য অফারের বিজ্ঞাপন দেওয়া হয়।
- চিহ্নিত করার উপায়: অতিরিক্ত ছাড়, স্পষ্ট রিফান্ড পলিসি না থাকা, ভুয়া বা অনুপস্থিত কাস্টমার রিভিউ।
- সুরক্ষার উপায়: স্টোরের ওয়েবসাইট গবেষণা করুন এবং তাদের বৈধতা যাচাই করুন; বাইরের প্ল্যাটফর্মে রিভিউ দেখুন।
৪. নকল পণ্য/রিটেইল কুপন: হলিডে ডিসকাউন্ট চাওয়া ক্রেতাদের প্রতারিত করার জন্য এই স্ক্যাম।
- চিহ্নিত করার উপায়: সন্দেহজনকভাবে কম দাম, নিম্নমানের পণ্যের ছবি, প্রতারকরা ডিজাইনার ব্যাগ এবং ইলেকট্রনিক্সের মতো নকল বিলাসবহুল পণ্য বিক্রি করে, দাবি করে সেগুলি আসল।
- সুরক্ষার উপায়: শুধুমাত্র অফিসিয়াল রিটেইলারদের কাছ থেকে ব্র্যান্ডেড আইটেম কিনুন।
৫. ফেসবুক মার্কেটপ্লেস প্রতারণা: ভুয়া তালিকা থেকে শুরু করে ডিপোজিটের দাবি পর্যন্ত, প্রতারকরা আকর্ষণীয় অফার দিয়ে ক্রেতাদের টার্গেট করে।
- চিহ্নিত করার উপায়: বিক্রেতারা সরাসরি লেনদেন এড়িয়ে যায়; ওয়্যার ট্রান্সফারের মতো অনিরাপদ পদ্ধতিতে পেমেন্টের অনুরোধ করে।
- সুরক্ষার উপায়: সরাসরি লেনদেন এবং সুরক্ষিত পেমেন্ট পদ্ধতিতে জোর দিন।
৬. সাবস্ক্রিপশন ট্র্যাপ: বিউটি আইটেমের মতো পণ্যের "ফ্রি ট্রায়াল" বিজ্ঞাপনে প্রায়শই ছোট অক্ষরে পুনরাবৃত্ত, ব্যয়বহুল সাবস্ক্রিপশন লুকানো থাকে।
- চিহ্নিত করার উপায়: শর্তাবলী লুকানো বা অপ্রাপ্য; "ফ্রি" ট্রায়ালের জন্য ক্রেডিট কার্ডের প্রয়োজন।
- সুরক্ষার উপায়: পেমেন্টের বিবরণ প্রয়োজন এমন ট্রায়াল এড়িয়ে চলুন।
৭. ফিশিং লিঙ্ক এবং ক্লোন ওয়েবসাইট: প্রতারকরা লিঙ্ক সহ বিজ্ঞাপন বা পোস্ট ব্যবহার করে যা ব্যক্তিগত বা আর্থিক তথ্য চুরির জন্য তৈরি করা ভুয়া সাইটে নিয়ে যায়।
- চিহ্নিত করার উপায়: অমিল বা সন্দেহজনক URL; "HTTPS" সুরক্ষার অভাব।
- সুরক্ষার উপায়: কোনো তথ্য প্রবেশ করার আগে URL দুবার পরীক্ষা করুন।
৮. অতিরিক্ত পেমেন্ট স্ক্যাম: ক্রেতা সেজে প্রতারকরা ভুয়া চেকে অতিরিক্ত অর্থ পরিশোধ করে এবং অতিরিক্ত অংশের রিফান্ডের দাবি করে।
- চিহ্নিত করার উপায়: রিফান্ড বা বিকল্প পেমেন্টের অনুরোধ।
- সুরক্ষার উপায়: অস্বাভাবিক পেমেন্ট পদ্ধতি এড়িয়ে চলুন।
৯. ভাড়া এবং ভ্যাকেশন প্রপার্টি স্ক্যাম: প্রতারকরা আকর্ষণীয় প্রপার্টির তালিকা পোস্ট করে, ডিপোজিটের অনুরোধ করে এবং তারপর উধাও হয়ে যায়।
- চিহ্নিত করার উপায়: সরাসরি দেখা করতে বা প্রপার্টি পরিদর্শনের অনুমতি দিতে অস্বীকার; অবাস্তব কম দাম।
- সুরক্ষার উপায়: পেমেন্টের আগে সর্বদা প্রপার্টি পরিদর্শন করুন।
১০. বিনিয়োগ স্ক্যাম: উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া বিজ্ঞাপন প্রায়শই কোনো পণ্য সরবরাহ করে না।
- চিহ্নিত করার উপায়: চাপের কৌশল; অবাস্তব লাভের প্রস্তাব।
- সুরক্ষার উপায়: পেমেন্ট করার আগে ভালোভাবে যাচাই করুন।
সূত্রঃ গালফ নিউজ
বিডি প্রতিদিন/আশিক