গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, সকল বৈষম্যকে পেছনে ফেলে বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। পেশাগত দক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে তারা সংঘাতপূর্ণ দেশগুলোর মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। এর মাধ্যমে বহির্বিশ্বের কাছে শান্তিরক্ষীরা আমাদের গর্বিত করছেন।
শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপূর্ত প্রতিমন্ত্রী।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে পুলিশের ময়মনসিংহ রেঞ্জ এ সভার আয়োজন করে।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যের পাশাপাশি মিশনে দীর্ঘদিন ধরেই অংশ নিচ্ছে পুলিশ সদস্যরা। তাদের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গণে দেশের সুনাম অর্জনের পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের মাধমে অর্থনৈতিক চাকা সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, ৭৭ বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে রেঞ্জ পুলিশ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন