১৫ অক্টোবর, ২০২১ ১৬:৪৯
‘একটি দেশের রেলপথ যত উন্নত সে দেশ তত উন্নত’

শুধু রেলপথ দিয়েই ভারত কত এগিয়ে : রেলমন্ত্রী

‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে’

নেত্রকোনা প্রতিনিধি

শুধু রেলপথ দিয়েই ভারত কত এগিয়ে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‌‘একসময় রেল ও নদীপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। পূর্বপাকিস্তান আমলে রেললাইন ছিল ২ হাজার কিলোমিটার। সড়কপথ ছিল সাড়ে ৩ হাজার কিলোমিটার। গত ৫০ বছরে সড়কপথ বেড়ে হয়েছে ৪৫ হাজার কিলোমিটার। কিন্তু রেলপথ কমেছে ২০০ মিটার। বিভিন্ন সময়ে মার্শাল ল’ এসেছে, জিয়া এবং এরশাদের সময়। এরা তখন আন্তর্জাতিক পর্যায়ে পেসক্রিপশন দিয়েছে রেল বাড়ানো যাবে না। ব্রিজ করা যাবে না- এমনভাবে দেশকে পিছিয়ে রেখেছে। একটি দেশের রেলপথ যত উন্নত সে দেশ তত উন্নত। আমরা ভারতের দিকে তাকালে দেখতে পারি, শুধু রেলপথ দিয়েই তারা (ভারত) কত এগিয়ে।’

শুক্রবার বেলা ১১টায় নেত্রকোনা বড় স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। 

রেলমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে হলে অবহেলিত রেলপথ, নৌপথকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কাজটিই করছেন। তিনি নৌপথ ও রেলপথকে অগ্রসর করছেন। দেশের ৫৬টি স্টেশনের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। 
আগামী বছর নেত্রকোনা থেকে সরাসরি রেলে চড়ে মানুষ চট্টগ্রাম হয়ে কক্সবাজার যেতে পারবে। নেত্রকোনা থেকে মোহনগঞ্জের লাইন সম্প্রসারণ করে সুনামগঞ্জ হয়ে সিলেটের সাথে যুক্ত করা হবে। সারাদেশের প্রত্যেকটি মিটারগেজ লাইনকে ডাবল লাইন ও ব্রডগেজ লাইনে উন্নীত করা হবে। সেইসাথে পদ্মা সেতু হয়ে গেলে সরাসরি কলকাতা যাওয়া যাবে।’ 

নূরুল ইসলাম সুজন বলেন, ‘৭১ এর স্বাধীনতাবিরোধীরা এখনো ধর্মকে ব্যবহার করে যাচ্ছে। সাধারণ মানুষ এখন শান্তিতে স্বস্তিতে আছে, দেশ এগিয়ে যাচ্ছে, এটা তাদের (স্বাধীনতাবিরোধী) সহ্য হচ্ছে না। তারা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তারা পূজার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই এসকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।  
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর