২৬ মে, ২০২২ ০০:২৪

খালি গায়ে, না খেয়ে, ভাঙা ঘরে কেউ বাস করবে না : পরিকল্পনামন্ত্রী

‘কানাডা, ইংল্যান্ড, জাপান, চীনের জনগণ যে পর্যায়ে পৌঁছেছে, আমাদের জনগণও সে পর্যায়ে পৌঁছাবে’

অনলাইন ডেস্ক

খালি গায়ে, না খেয়ে, ভাঙা ঘরে কেউ বাস করবে না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘উন্নত দেশের কাতারে গেলে বাংলাদেশে খালি গায়ে, না খেয়ে, ভাঙা ঘরে কেউ বাস করবে না। বাংলাদেশের ঘরবাড়ি উন্নত হচ্ছে।’ 

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মাস্টার ট্রেনারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘দেশ উন্নত হলে প্রতিটি কাজে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। আয় বাড়বে, উৎপাদন আরও বাড়বে। কানাডা, নরওয়ে, ফিনল্যান্ড, ইংল্যান্ড, জাপান, চীন ও কোরিয়ার জনগণ যে পর্যায়ে পৌঁছেছে, আমাদের জনগণও সে পর্যায়ে পৌঁছাবে।’

তিনি বলেন, ‘উন্নত দেশে সবাই শিক্ষিত হবে। পড়াশোনা জানবে, লিখতে পড়তে ও বুঝতে পারবে। কেউ না খেয়ে বাস করবে না। সবাই কাজ করতে পারবে। সবাইকে মিনিস্টার, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে এমনটি নয়। সব কাজের মর্যাদা সমান। প্রতিটি কাজ আমরা বর্তমানের চেয়ে আরও ভালোভাবে সম্পন্ন করব।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর