২ জুলাই, ২০২২ ১৩:৫৫

অভিজ্ঞতা নিয়ে ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা দূর করা হবে : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

অভিজ্ঞতা নিয়ে ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা দূর করা হবে : রেলমন্ত্রী

সংগৃহীত ছবি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের টিকিটে কিভাবে অব্যবস্থাপনা হচ্ছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়, তা অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়। 

শনিবার কমলাপুর প্রধান রেলস্টেশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, কেবল ট্রেনের বগি বাড়িয়ে এ সমস্যা সমাধান করা যাবে না। আমাদের যমুনা সেতুর পাশে রেল সেতু হচ্ছে। পদ্মা সেতুতে রেললাইন সংযোগ হলে এ সমস্যা অনেকটাই সমাধান করা যাবে। বর্তমানে উন্নত দেশে কাউন্টারে গিয়ে টিকিট কাটার সিস্টেম নেই। এখন ট্রেনের সবকিছু অনলাইনে কাটা হয়। মূলত সেদিকেই এগিয়ে যাচ্ছি আমরাও। 
 
চাহিদার তুলনায় সংখ্যা কম হওয়ায় ভোগান্তিতে পড়ছেন ট্রেনের টিকিট প্রত্যাশীরা। এ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় আমাদের সক্ষমতা; এর ফারাক যতক্ষণ পর্যন্ত না কমানো যাবে, ততদিন পর্যন্ত এ পরিস্থিতি থেকে মুক্তি নেই।

তিনি বলেন, গত রোজার ঈদের আগে ট্রেনের টিকিটের দেখভালের সার্বিক দায়িত্ব নিয়েছে সহজ। এ নিয়ে কাজ করছে তারা। ডিজিটাল অপব্যবহার রোধে তাদের সঙ্গে কাজ করব আমরা। এ বছর যেসব ত্রুটি ধরা পরবে, আগামী বছর যেন সেগুলো না হয়, সেই ব্যবস্থা করবো।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর