স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু এখনো ভয়াবহ আকার ধারণ করেনি। এখন বেদনাদায়ক পর্যায়ে আছে। তবে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।
শনিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গু গত বছরের তুলনায় এবার একটু বাড়ছে। গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২০ হাজারের কম। এবছর ইতিমধ্যে ২০ হাজার আক্রান্ত ছাড়িয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সব সংস্থা কাজ করছে। একইসাথে জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় (টিবিসি) বিজ্ঞাপন প্রচার করছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগে দারিদ্র্য পরিস্থিতি এমন ছিল যে, অনেকে খেতে পেত না। বর্তমানে সে পরিস্থিতি নেই। তবে দেশ দুর্নীতিমুক্ত হয়নি, নানা সমস্যা আছে। কিন্তু উন্নতিও হয়েছে, মাথাপিছু আয় অনেক বেড়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সকলের অংশগ্রহণেই আমাদের উন্নয়ন। সুযোগ-সুবিধাগুলো উন্মুক্ত করার ফলে আজ আমরা অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।
হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মন্ত্রী বলেন, হাতের মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে পড়ে। হাত ধোয়ার মাধ্যমে অনেক রোগ হতে মুক্ত থাকার জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট। এছাড়া বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন