শিরোনাম
২৬ জানুয়ারি, ২০২৩ ১৬:১৮

আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবো না : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবো না : পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক কোনো খবর নেই। বর্তমানে আমাদের নীতি হচ্ছে, আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবো না। কিন্তু সেখানে যে সংঘাত চলছে, সেই জেরে নতুন করে কেউ আসলে আমরা তো গুলি করতে পারি না।’ 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. আব্দুল মোমেন বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে এখনো আন্তরিক নয়। তারা বলেছিল নেবে, কিন্তু নিচ্ছে না। নতুন করে দেশটিতে সংঘাত বাড়ায় সমস্যা আরও বেড়েছে। বর্তমানে এ ব্যাপারে আমার কাছে কোনো সমাধান নেই।

মিয়ানমারে সংঘাতের জেরে সম্প্রতি আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ায় সরকারের পদক্ষেপ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে শর্টকাট কোনো পথ নেই। মিয়ানমারে সংঘাত চলছে। আমাদের অগ্রাধিকার তাদের ফেরত পাঠানো। তারা নেবেও বলেছিল। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও এখনো নেয়নি। তারা আন্তরিক নয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর