আগামীকাল শনিবার বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, সমাবেশের অনুমতির বিষয়টি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার জানাবেন।
এর আগে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে চাইছে।
তবে দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিডি-প্রতিদিন/শফিক