বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিধ্বংসী এক খেলায় মেতে উঠেছে বিএনপি। গত ৪২ বছরে তারা শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেছে। ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে তারা আওয়ামী লীগের সভানেত্রীসহ দলীয় নেতাদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল। কই তাদের নেত্রী খালেদা জিয়াকে তো কেউ হত্যার চেষ্টা করেনি। কারণ, আমরা রাজনীতি করি আর তারা অপরাজনীতি করে। আমরা মানবতার পক্ষে তারা দানবীয়তার পক্ষে। বিএনপি হত্যার রাজনীতি করছে।
শুক্রবার রায়পুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মার্চেন্টস একাডেমি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দীপু মনি।
সভায় রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. এহছানুল কবির জগলুল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল