ওজন কমিয়ে এখন অনেকটা সুস্থ বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ। তিনি হুইলচেয়ারে নিজেকে ফিট করতে পেরেছেন। দীর্ঘ সময় বসে থাকতে পারছেন। এ কথা জানিয়ে সুস্থ ইমানের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ভারতের মুম্বাইয়ের ডাক্তাররা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বের স্থূলতম নারী হিসেবে মুম্বাইয়ে চিকিত্সা করাতে এসেছিলেন ৩৬ বছরের ইমান। তখন তার ওজন ছিল প্রায় ৫০০ কেজি ওজন। ৭ মার্চ চার্নি রোডের সইফি হাসপাতালে তার বেরিয়াট্রিক সার্জারি হয়। ডাক্তারদের দীর্ঘ সাধনায় তার ওজন কমেছে ২৫০ কেজি। এখন অনেকটা সুস্থ ইমান। তার সঙ্গে কথা বলার মুহূর্তকে ক্যামেরাবন্দি করে সেই ভিডিয়ো প্রকাশ করেছেন ডাক্তাররা। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, 'খুশি ও স্লিম ইমান'।
১৮ এপ্রিল ভিডিওটিতে তোলা হয়েছে বলে জানিয়ে একটি বিবৃতিতে ডাক্তাররা বলেছেন, 'ও অবশেষে একটা হুইলচেয়ারে ফিট হয়েছে। অনেকক্ষণ বসে থাকতে পারছে। ৩ মাস আগেও এমনটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি।'
ডা. অপর্ণা গোভিল জানিয়েছেন, 'ও আগের থেকে এখন অনেক বেশি সতর্ক। তার ফিজিয়োথেরাপি সেশন নিয়মিত চলছে।' তবে ডাক্তাররা শুধুমাত্র তার নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে চিন্তিত। বছর তিনেক আগে তার যে ব্রেন স্ট্রোক হয়েছিল, তার জন্যই হওয়া বেশকিছু সমস্যা এখনও উদ্বেগে রাখছে ডাক্তারদের।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮