২২ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩৪

২১ বছরে ১৯৬টি দেশ ঘুরে তরুণীর বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক

২১ বছরে ১৯৬টি দেশ ঘুরে তরুণীর বিশ্ব রেকর্ড

ফাইল ছবি

সবচেয়ে কম বয়সে বিশ্বের সব ক’টি দেশে পা রাখার জন্য গিনেস রেকর্ডে নাম উঠেছে মার্কিন তরুণী লেক্সি অ্যালফর্ডের। মাত্র ২১ বছর বয়সেই তিনি এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন। বর্তমানে লেক্সির বয়স ২৩ বছর। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ছোটবেলা থেকেই বেড়াতে ভালবাসেন লেক্সি। তার ইনস্টাগ্রামের পাতা ভর্তি নানা দেশে ভ্রমণের ছবিতে। ১৯৬টি দেশ দেখেছেন তিনি, বাদ যায়নি কোনো দেশই। ২০১৬ সালে লেক্সি সিদ্ধান্ত নেন, পৃথিবীর সব ক’টি দেশ ঘুরে দেখবেন। তখন তার বয়স ১৮, ততদিনে ৭২টি দেশ ঘুরে ফেলেছেন। পরে তিন বছরের মধ্যে বাকি সব দেশে ঘোরেন।

এত অল্প বয়সে গোটা দুনিয়া ঘুরে বেড়ানোর খরচ কোথায় পেলেন তিনি? এমন প্রশ্নের জবাবে লেক্সি জানান, নিজের রোজগারেই সবটা করেছেন তিনি। তিনি বলেন, যখন যেখানে যেমন কাজ পেয়েছি, তাই করেছি। সেই টাকায় পরের দেশটি দেখার পরিকল্পনা করেছি। এ ভাবেই চলেছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর