২১ আগস্ট, ২০২৩ ১৭:৪০

মারা গেছে ভারতের সবচেয়ে বয়স্ক হাতিটি

অনলাইন ডেস্ক

মারা গেছে ভারতের সবচেয়ে বয়স্ক হাতিটি

বিজুলি প্রসাদ, বিশ্বের সবচেয়ে বয়স্ক এশিয়ান হাতি। আসামের একটি চা বাগানে বাস করতো হাতিটি। ৮৯ বছর বয়সে মারা গেছে বিজুলি। 

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিজুলি মারা যায় বলে জানানো হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে। 

ইংরেজ মালিক অলিভার সাহিব বিজুলি প্রসাদের নামকরণ করেছিলেন। এই প্রাচীন হাতিটির মৃত্যুতে স্থানীয়রা শোক প্রকাশ করছেন। অনেকেই জড়ো হচ্ছেন ওই চা বাগানে। 

পদ্মশ্রী জয়ী পশু চিকিৎসক কুশাল কোনার শর্মা বলেছেন, তার জানা মতে এটিই ভারতের সবচেয়ে বয়স্ক গৃহপালিত হাতি। সাধারণত এশিয়াটিক প্রজাতির হাতি বন্য পরিবেশে ৬২-৬৫ বছর বেঁচে থাকে। তবে পরিপূর্ণ যত্ন পেলে এই ধরনের গৃহপালিত হাতি বাঁচে ৮০ বছর।

শর্মা জানিয়েছেন, আট থেকে দশ বছর আগে বিজুলির সব দাঁত পড়ে যায়। এরপর থেকে খাওয়া দাওয়া কমে আসে হাতিটির। তবে তাকে ভাত ও সেদ্ধ সয়াবিন খাওয়ানো হতো। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর