অকারণে ব্যাকরণ পড়া হলো সারা
আষাঢ়ে শ্রাবণে মেঘ আদিগন্ত জোড়া
মেঘেভেজা কাশবনে বাসা বাঁধে নীড়
ভৈরবী বীণায় বাজে অপসরী অধীর
সারাগায়ে মাখামাখি দক্ষিণা পবন
জলের সমুদ্র খোঁজে জলের লবণ;
প্রভাতে প্রভাতফেরি ভাষার প্রদীপ
জ্বেলে দিলো বিশ্বসেরা বাঙালি বদ্বীপ...
ভাষা-দেশ জাতি-বর্ণ একুশে দুপুর
ছড়ায় হীরক দ্যুতি মাথার উপর
শিপ্রানদী বেত্রবতী সুধাময় ছায়া
তার তীরে জেগে আজো কালিদাস জায়া \