বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচার মামলায় আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টা ২৫ মিনিটে গুলশান-২ এ তার বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। গত ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে মোশাররফের বিরুদ্ধে অর্থ পাচার মামলাটি দায়ের করেন। মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়।
এজাহারে বলা হয়েছে, ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ অবৈধভাবে ইংল্যান্ড পাচার করেন। পাচারকৃত অর্থের পরিমাণ ৮ লাখ ৪ হাজার ১৪২ দশমিক ১৩ পাউন্ড বা ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা। এই অর্থ তিনি আইসল্যান্ডের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকে ফিক্সড টার্ম ডিপোজিট করেন।