যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে ভালো করলেও আন্দোলনে বিএনপি ব্যর্থ। গত ৫ বছর ধরেই শুনে আসছি নানা আল্টিমেটাম আর তর্জন গর্জন।
তবে আন্দোলনে এতটুকুও জোয়ার আনতে পারেনি তারা।”
শুক্রবার সকালে সাভারের অসামাপ্ত বিরুলিয়া সেতুর কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, “সাতটি সিটি করপোরেশনে বিজয়ী হওয়ার পর তারা আন্দোলনের ডাক দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে তারা আন্দোলনে সামান্য ঢেউও তৈরি করতে পারেনি। উপজেলা নির্বাচনের পর আন্দোলনের হুঙ্কার আশা-দূরাশারই নামান্তর। নির্বাচনে তাদের বিজয়ী হওয়ার রেকর্ড আছে, কিন্তু আন্দোলনের ব্যাপারে বিএনপি একটি গর্জন সর্বস্ব দল। যত গর্জায় তত বর্ষায় না।”