মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে চলতি বছরের জুনের মধ্যেই সরকার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে।
তিনি আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে মুক্তিযুদ্ধ যাদুঘরের আয়োজনে ১৩তম মুক্তির উৎসবে এ কথা বলেন।
গত বছরের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এ আদেশের ছয় মাসেরও বেশি সময় পর দলটি নিষিদ্ধের বিষয়ে সরকারের এ পরিকল্পনার কথা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক।
এতে উপস্থিত ছিলেন, ফেরদৌসি প্রিয়ভাষিণী, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।