স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পালিয়ে যাওয়া দুই জঙ্গি আর বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। এ নিয়ে শংকিত হওয়ার কিছু নেই।
মন্ত্রী আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কামাল বলেন, যেভাবে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে নজর রাখা হয়েছে তাতে পলাতক জঙ্গিরা দেশ থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা কম।
সামাজিক আন্দোলনের মাধ্যমে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ কিংবা সরকার দলীয় সমর্থকসহ যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. একাব্বর হোসেন, ঢাকার ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মারুফী খান, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি এবং কবি ও সাহিত্যিক হেনা সুলতানা বক্তব্য রাখেন।