ফেনীর দাগনভূঁঞা উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাই, ভাঙচুর ও কেন্দ্র দখলের মাধ্য দিয়ে উপজেলা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকালে অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু'টি ব্যালট বক্স ছিনতাই ও দুটি ব্যালট বক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সকাল ৯টা থেকে এই কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা সাংবাদিকদের দু'টি হাইস মাইক্রো ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড গুলি ছঁড়েছে।
এছাড়া উত্তর আলীপুর কেন্দ্রে প্রবেশ করার সময় বিদ্রোহী আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই মিলনের দুই এজেন্ট তারেক ও আবদুল্লাহ আল মামুনকে দুর্বৃত্তরা গুলি করেছে। পরে তাদের মুমূর্ষু অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার ৬২টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রেই ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কমে যাচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহর বৃদ্ধি করা হয়েছে।