বাগেরহাট জেলার পাঁচ উপজেলা সদর, মোড়েলগঞ্জ ,শরণখোলা, রামপাল ও মংলায় উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়াসহ ব্যাপক নির্বাচনী সহিংসতায় ১৯ দলের এক নেতা নিহত ও অর্ধশতাধিক দলীয় নেতা-কর্মী আহত হবার প্রতিবাদে ও পূনরায় ভোট গ্রহণের দাবিতে এই ৫টি উপজেলায় আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি এমএ সালাম বিকাল সাড়ে ৩টায় এ তথ্য মোবাইল ফোনে নিশ্চিত করেছেন। এ পাঁচটি উপজেলার মধ্যে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মজিদ হাওলাদার ওরফে মজিদ জব্বার ও খান মতিয়ার রহমান নির্বাচন চলাকালে সকালে সংবাদ সম্মেলন করে কেন্দ্র দখল ও তাদের এজেন্টদের মারপিট ও কেন্দ্র থেকে বের করে দেয়ায় ভোট বর্জনের ঘোষণা দেন।
তবে ভোটগ্রহণ শেষ হলেও বাগেরহাট সদর, মংলা ও রামপালে বিএনপি সমর্থিত ৩ চেয়ারম্যান প্রার্থীর কেউই ভোট বর্জনের ঘোষণা দেননি ।