যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে হত্যা মামলার আসামি মির্জা ফখরুল। সালাম রমনা থানার অন্য একটি মামলার আসামি। মির্জা আব্বাস তিনটি মামলারই আসামি।
বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে হত্যা মামলায় হাইকোর্টে আবেদন করে আট সপ্তাহের জামিন নেন মির্জা ফখরুল। পরবর্তী সময়ে আপিল বিভাগ জামিন বাতিল করে দিলে তিনি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন।