পীরগঞ্জের ফতেহপুরে বাবা ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন সজীব ওয়াজেদ জয়। আজ সোমবার সকাল ৯টা ২৭ মিনিটে পারিবারিক কবরে তিনি জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে জয়সদনের পাশেই এক কর্মীসভায় যোগ দেন জয়। কর্মীসভার শুরুতে ৯টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সভার আয়োজন করেন।
এসময় জয় বলেন, উপজেলা নির্বাচন নির্দলীয় থাকে না। দলীয়ভাবে এটা নির্ধারণ করা হয় যে, কে কতটা সিট পেলো। সেটা হয়েছিল পূর্ববর্তী স্বৈরাচার শাসকদের জন্য। যেকারণে আইনটি সংশোধন করে দলীয়ভাবে উপজেলা নির্বাচন করা দরকার।
এর আগে গতকাল রবিবার বেলা পৌনে ১২টায় রংপুরের উদ্দেশে ইউনাইটেড এয়াওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন জয়। সেখানে জেলা স্কুল মাঠে জনসভা ও সার্কিট হাউজে কর্মীসভা শেষে জয়সদনে রাত্রিযাপন করেন।