বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এ সময় এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিতে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী।
বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১২টা ৪০ মিনিটে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন তিনি। বিকেলে টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।