চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আজ সোমবার দুপুর ১টার দিকে নাজিরহাট-কাজিরহাট সড়কে সুয়াবিল ইউনিয়নের টেকের বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বুলবুলি বেগম, হালিমা খাতুন, পারভিন আক্তার এবং একটি শিশু। আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিদেশফেরত মোহাম্মদ শফিসহ ১৪ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ফটিকছড়ি উপজেলার আমান বাজার এলাকায় আসছিল। সুয়াবিল টেকের দোকানের কাছাকাছি পৌঁছালে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়।