রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আন্তঃনগর ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠেছেন।
তিনি আজ দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী একজন হলেও সিদ্ধান্ত তিন রকম। তিনি আওয়ামী লীগের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনে গেলেন। অথচ সংসদ নির্বাচনে আসলেন না। আবার উপজেলা নির্বাচনের এসেছেন।
যবিপ্রবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।