চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্থগিত হওয়া দুই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কেন্দ্র দুইটি হলো উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র।
স্থগতি দুই কেন্দ্রের মধ্যে মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৮৬৯ ভোট ও পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৮৯৩ ভোটার রয়েছেন। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭শ ৬২ জন।