সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে র্যাবের সঙ্গে শিষ্য বাহিনীর বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল শোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ১৬টি বিদেশি, ৭টি দেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও রসদ উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, দস্যুরা সুন্দরবনের ওই এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাব-৮ অভিযান চালায়। এসময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি চালায় দস্যুরা। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
পরে দস্যুরা পিছু হটলে সেখানে অভিযান চালিয়ে র্যাব তিনজনের মরদেহ, ১৬টি বিদেশি, ৭টি দেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও রসদ উদ্ধার করে। এঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন বলে জানান তিনি।
নিহত তিনজনকে শিষ্য বাহিনীর সদস্য বলে নিশ্চিত করেছেন সুন্দরবনের জেলেরা। এদের মধ্যে কল্যাণ (৩০) এবং তার বড় ভাই কাদেরকে (৩২) শনাক্ত করেন তারা। তবে অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, লাশগুলো থানায় আনার প্রস্তুতি চলছে।