‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে অনুদান নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিন লাখের বেশি মানুষের অংশগ্রহনে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত।সৃষ্টি হবে বিশ্বরেকর্ড।কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত কয়েক দিন ধরে ছড়িয়ে পড়েছে যে এই অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে অনুদান নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা শতভাগ নিশ্চিত যে লাখো কণ্ঠে সোনার বাংলা তহবিলে ইসলামী ব্যাংকের কোনো চেক গ্রহণ করা হয়নি। ইচ্ছা করলে আপনারাও যাচাই করে দেখতে পারেন।’