জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্তব্ধ করতে অনেক ষড়যন্ত্র চললেও তিনি নিজের কর্তব্য থেকে কোনওভাবেই বিচ্যুত হননি। দেশব্যাপী ঘুরে ঘুরে মানুষকে স্বাধীনতার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। নিজের পিতাকে নিয়ে এমন কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে বিশ্ব ঘুরে বেড়িয়েছেন। তার সংগ্রামমুখর জীবনে তিনি বাঙালি জাতির অধিকার আদায়ে জীবনের ঝুঁকি নিতেও পিছ পা হননি। তিনি জীবনভর বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরও বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ে পাকিস্তান সৃষ্টির আন্দোলন করলেও দেশভাগের পর সৃষ্ট বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেন বঙ্গবন্ধু। এ জন্য তাকে বেশিরভাগ সময়ই কারাগারে বন্দি থাকতে হয়েছে। স্বাধীনতা লাভ করা পর্যন্ত অসংখ্য মামলার আসামি হয়ে তাকে ঘুরে ফিরতে হয়েছে।