প্রায় পাঁচ ঘন্টা বাদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
অসময়ে হঠাৎ ঘন কুয়াশায় ফেরি সার্ভিস বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে শত শত বাস, মাইক্রোবাস, ট্রাকসহ কয়েকশ যানবাহন। ফেরিঘাটে কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে গাড়ির সারি।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যাবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, বুধবার ভোর ৩টা থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে একপর্যায়ে নদীর মার্কিং বাতি অষ্পষ্ট হয়ে যায়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত সাড়ে ৩টা থেকে নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়।
পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সোয়া ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।