জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়া পুরান ঢাকার বিশেষ জজ আদালত চত্বরে হাজির হন। পরে তিনি তার আইনজীবীদের নিয়ে আদালত ভবনে যান। খালেদা জিযার হাজিরা উপলক্ষে আদালতে বিএনপিপন্থী আইনজীবী, দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত রয়েছেন।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, মামলা দুটিতে এর আগেও আদালত বেশ কয়েকবার সময় বাড়িয়েছিলেন। বুধবার মামলা দুটির অভিযোগ গঠনের শুনানি। তাই এ দিন খালেদা জিয়াকে অবশ্যই হাজির থাকতে আদালত নির্দেশ দিয়েছেন।