জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলা দু'টিতে সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার শুরু হলো। দুই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব এ আদেশ দেন।
এর আগে খালেদা জিয়ার সময় আবেদন নাকচ করে দেয় আদালত। এ আদেশের পরপরই এজলাস কক্ষে শুরু হয় হট্টগোল। এ অবস্থায় বিচারক এজলাস ছেড়ে উঠে চলে যান। পরে খালেদা জিয়ার আইনজীবীরা বিচারকের খাস কামরায় সাক্ষাৎ করেন। মামলায় হাজিরা দিতে বেলা একটায় আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।