নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে নিখোঁজ ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৩৫) উদ্ধারে পুলিশকে তিন ঘণ্টার সময় বেঁধে দিয়েছে স্থানীয় লোকজন। সাইফুলের সন্ধানের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী ও তার স্বজনেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে গেলে তারা পুলিশকে তিন ঘণ্টার সময় বেঁধে দেন।
এর আগে গতকাল রাতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাবিহা আফরিন। ইতোমধ্যে থানায় ঘটনাটি জানানো হয়েছে। স্ত্রীর অভিযোগ গতকাল রাত রাত সাড়ে ৯টা থেকে সাইফুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গভীর রাতে সাইফুলের ম্যানেজার হান্নানের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।।
জানা গেছে, রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সানার পাড় বাসস্ট্যান্ড থেকে এই অপহরণে ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চত করেছেন নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম।