দেশেজুড়ে ব্যাপকভাবে বেড়ে যাওয়া অপহরণ ও গুম ঠেকাতে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
তিনি জানান, এই ইউনিটে একজন উপ-পুলিশ কমিশনার ও দু'জন এসির সমন্বয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) কাজ করবে।
মনিরুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে ৭ জন অপহরণ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়া বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অপহরেণ বাড়তে থাকায় ডিএমপির অপহরণ প্রতিরোধ স্কোয়াড নামের একটি নতুন ইউনিট তৈরি করা হয়েছে। ৪০ সদস্যের এ ইউনিটে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানোয়ার হোসেনকে প্রধান করা হয়েছে। ওই স্কোয়াডে দু'জন সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর হোসেন ও নাজমুলকে রাখা হয়েছে।
ইতোমধ্যে ডিএমপির ওয়েবসাইটে গুম, অপহরণের সংবাদ দেওয়ার জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে- ০১৭১৩৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৩৩৭৩২১৬। কোথাও যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে যে কেউ এ নম্বরগুলোতে নিজের পরিচয় গোপন রেখে তথ্য দিতে পারবেন।