ঢাকাস্থ সাবেক রাষ্ট্রদূত দেব মুখার্জি বলেছেন, 'দুই দেশের সম্পর্কের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। গণতান্ত্রিক দেশের নিয়মেই হচ্ছে সরকার বদলাবে। ফলে ভারতের এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন হলে রাতারাতি সেই সম্পর্ক পাল্টে যাবে এটা মনে হয় না।'
আজ শনিবার গুলশানের হোটেল লেকশোর হোটেলে ভারত নির্বাচন-২০১৪: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'দুই দেশের সম্পর্কের গভীরতা যে কতো তারা প্রমাণিত হয় এই আলোচনার মধ্য দিয়ে। দুই দেশের মানুষই আমরা একে-অপরের ব্যাপরে ঔৎসুক। নির্বাচনের ফলাফল কী হবে তা জানা যাবে ১৬ মে। এটা সত্য যে, ২০০৮ সালের পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক বিরাট উন্নয়ন হয়েছে। বিশেষ করে, ভারত সন্ত্রাস দমনে বেশ ভালো সহায়তা পেয়েছে।কিন্তু আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে তা হয়নি। সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়নি। সীমান্তের ছিটমহলে যেসব মানুষ বাস করে তাদের সম্পর্কে আমাদের দুই দেশকেই ভাবতে হবে।'