ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেছেন, 'ভারতে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য একটি লবি তৈরি করা দরকার। সেটা পশ্চিমবঙ্গেও দরকার, দিল্লিতেও দরকার।'
আজ শনিবার গুলশানের হোটেল লেকশোর হোটেলে ভারত নির্বাচন-২০১৪: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আকমল হোসেন বলেন, 'ভারতের সঙ্গে সম্পর্কের অনেক বিষয় আছে, তার মধ্যে পানি সমস্যা একটি বড় সমস্যা। আমি মনে করি, যদি এই পানি সমস্যার সমাধান হয়ে যেতো তাহলে হয়তো দুই দেশের মধ্যে অনেক সমস্যারই সমাধান হতো ও সম্পর্কের অনেক উন্নতি হতো। আমি মনে করি, দুই দেশের মানুষের মধ্যে অনেক মিল আছে। ভারতে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য একটি লবি তৈরি করা দরকার। সেটা পশ্চিমবঙ্গেও দরকার, দিল্লিতেও দরকার। পশ্চিমবঙ্গ সরকার তিস্তা চুক্তির বিরোধিতা করছে, কেন করছে? তাদেরকে বোঝানোর জন্যই এই ধরনের সমমনা একটি লবি থাকা প্রয়োজন বলে আমি মনে করি।'