নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৫ জন অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামী কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা একটি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ (রিজার্ভ) যৌথ বাহিনী প্রায় দুইশ থেকে আড়াইশ সদস্য এ অভিযানে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় টেকপাড়া এলাকায় অবস্থিত নূর হোসেনের বাড়ির চারপাশ সকাল সাড়ে ১০টা থেকে ঘেরাও করে রাখে পুলিশ। পরে বেলা ১১টায় নূর হোসেনের বাড়িতে তল্লাশী শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে গণমাধ্যমের কোনো কর্মীকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়া হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, অভিযানের সময় জব্দকৃত হাইয়েস মাইক্রোবাসটি কর্ডন করে ঢাকা থেকে আসা ফরেনসিক টিম তা থেকে আলামত সংগ্রহ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাতে রক্তের দাগের কোন চিহ্ন রয়েছে। তবে তা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করা যাবে।
তিনি আরও জানান, বাড়ি থেকে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলেননি তিনি।