তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'বেগম খালেদা জিয়া মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যতদিন তিনি জঙ্গি বাদীদের সঙ্গী হয়ে থাকবেন ততদিন তিনি মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে থাকবেন।'
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমাদের গণতন্ত্র এখনো টেকসই হয়নি। যেহেতু গণতন্ত্র টেকসই হতে পারেনি, তাই গণমাধ্যমের স্বাধীনতাও টেকসই হতে পারেনি।'
তিনি আরও বলেন, 'গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা পূর্বের মতই স্বাধীন রয়েছে। প্রশাসন, সরকার ও রাষ্ট্র কোনোভাবেই সাংবাদিকদের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে নেই। তবে জঙ্গিবাদ, সন্ত্রাস, লুটেরা ও মাফিয়া চক্রের বিরুদ্ধে সাংঘর্ষিক অবস্থানে রয়েছে। তবে এর জন্য অনেক ক্ষেত্রেই আমাদের সংবাদ কর্মীদেরকে ঝুঁকির সম্মুখীন হতে হয়।'