বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'গুম, খুনের ঘটনায় বিএনপি জড়িত এই ধরনের বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে কৌতুক করছেন। আসল অপরাধীদের বাঁচাতে তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন।'
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে রোববারের গণঅনশন কর্মসূচি উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত যৌথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'বর্তমান সরকার তাঁবেদার। তাই তারা দেশের সমস্যা নিয়ে কোনো কথা বলেনা। প্রতিবেশী দেশ আমাদের পানি দিচ্ছে না অথচ সরকার কোনো প্রতিবাদ করে না।'
সুশীল সমাজের প্রতিনিধিদের সমালোচনা করে আব্বাস বলেন, 'টেলিভিশনের বড় বড় কথা বলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।'