জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, 'মানুষ অপহৃত হচ্ছে, গুম হচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা খুব একটা দৃশ্যমান হচ্ছে না। আটক বাণিজ্য চলছে, আটক বাণিজ্য প্রতিহত করুণ, যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। পারস্পরিক দোষারোপ সমস্যার সমাধান নয়।'
আজ শনিবার সকাল ১০টায় বরগুনার আরডিএফ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশনের এক কর্মী সমাবেশে কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান একথা বলেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, 'জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা আগেই বলেছিলাম শর্ষের ভেতরেই ভূত রয়েছে। আগে সেই ভূতটিকে চিহ্নিত করুন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।'
ড. মিজানুর রহমান বলেন, 'একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের ওপর রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমি বিস্মিত হই যে একটি জাতীয় রাজনৈতিক দল কি করে দেশের জনগণের কথা না ভেবে শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভাবেন।'