আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে গুম, খুন ও অপহরণের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যা সত্য তা চাপা দিয়ে কারো কোন লাভ নেই। যারাই পেছনে থাকুক, যারাই ঘটনা ঘটাক, একটা কুচক্রি মহল এসব ঘটনায় জড়িত রয়েছে। তারা সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি ও অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এরকম একটা মতলবি মহল আজকে চক্রান্ত করতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা যেহেতু সরকারে আছি, সেহেতু সরকার কোনভাবেই দায় এড়াতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন।
লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে রামগতি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার গুম অপহরণের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, অচিরেই দেশে শান্তি ফিরে আসবে। অচিরেই পরিস্থিতির উন্নতি হবে ।
যোগাযোগমন্ত্রী বিএনপি ও জামায়াতের সমালোচনা করে বলেন, আপনারা আন্দোলনের নামে গাছ কাটেন, রাস্তা কাটেন, বিদ্যুৎ অফিসে অগ্নিসংযোগ করেন এগুলো কি আওয়ামী লীগ করে? আপনারা আন্দোলন করেন আর আমরা সেই আন্দোলনের জবাব দিব উন্নয়ন দিয়ে, আমরা রাস্তা করবো, পদ্মাসেতু করবো, মেঘনা নদী ভাঙ্গণ রোধে কাজ করবো জনগণের পাশে থাকবো। মন্ত্রী সরকারের নারী উন্নয়ন, ডিজিটাল সেবাসহ নানা উন্নয়নের কথা তুলে ধরে রাজনৈতিক নেতাদের আদর্শ শিক্ষকের মতো সৎ ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ রামগতি আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিসহ সম্পাদক মোমিন পাটোয়ারী। এসময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী না, মুজিবুর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু প্রমুখ।
পরে মন্ত্রী লক্ষ্মীপুর আলেকজান্ডার, রামগতি ও সোনাপুর সড়কের আংশিক পরিদর্শন করেন। এর আগে ওবায়দুল কাদের ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রামগতির আ স ম আব্দুর রব সরকারী কলেজ মাঠে অবতরণ করেন।